Nadia: ভারত বিদ্বেষ পোস্ট, মধ্যরাতে বাড়ি থেকে গ্রেফতার শাসক নেতা – Bengali News | Nadia Ruling leader arrested from home at midnight for anti India post

Date:

- Advertisement -


গ্রেফতার শাসকনেতা Image Credit source: TV9 Bangla

নদিয়া: সামাজিক মাধ্যমে ভারত বিদ্বেষ পোস্ট শাসক নেতার। প্রতিবাদে সামাজিক মাধ্যমেই তুমুল ঝড় নেটিজেনদের। এই নেতার দেশবিরোধী পোস্টকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মধ্যরাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার ওই শাসক নেতা। এই বিতর্কিত পোস্ট এই নিয়ে অস্বস্তিতে শাসক দল। নদিয়ার শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। তিনি ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বর্তমান কাউন্সিলরের স্বামী শাহজাহান শেখ।

অভিযোগ, শান্তিপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দেশ বিদ্বেষী পোস্ট করেছেন। তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এই শাসক নেতা শাজাহান শেখ ও তাঁর স্ত্রী বর্তমান শান্তিপুর পৌরসভা কাউন্সিলর। অভিযোগ, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার পাল্টা জবাবে পাকিস্তানকে সমর্থন জানিয়ে লাগাতার দেশবিরোধী পোস্ট করতে থাকেন।

সামাজিক মাধ্যমে এই পোস্ট ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক চাপানোতর। অভিযুক্ত শাসক দলের নেতার শাস্তির দাবিতে সরব হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, এই ধরনের মানসিকতার লোকেদের এদেশে থাকার কোনও অধিকার নেই, অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত।

তবে শাসক নেতার ভারত বিদ্বেষ পোস্টকে কেন্দ্র করে তৃণমূলের টাউন সভাপতি নরেশ লাল সরকারের দাবি, “রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যখন এই মুহূর্তে একত্রিত হয়ে দেশের সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছেন, তখন তিনি কেন এই ধরনের পোস্ট করলেন তার তা জানা নেই। পুলিশ তদন্ত করছে।”



Source link

- Advertisement -

Top Selling Gadgets

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =

Share post:

Subscribe

Popular

More like this
Related

Top Selling Gadgets